প্রকাশঃ ২১ অক্টোবর, ২০২২ ০৭:৫৭:৫৯
| আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ০৮:০০:০১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। “ হাতের পরিচ্ছন্নতায়,এসো সবাই এক হই ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বিশ্ব হাতধোয়া দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে বান্দরবান জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অদিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক শেষে আবার একইস্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিস্কার পরিচ্ছন্নতা ও হাতধোয়ার ওপর প্রশিক্ষণ প্রদান করেন আয়োজকেরা।
শেষে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভার। জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক মো.লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
এসময় পুলিশ সুপার মো.রেজা সরোয়ার,সিভিল সার্জন ডা.নিহার রঞ্জন নন্দী,পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বান্দরবান বিভাগের নির্বাহী প্রকৌশলী শমিষ্ঠা আচার্য্য,সহকারী প্রকৌশলী খোরশেদ আলম প্রধানসহ সরকারী বেসরকারী কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক ও অভিভাবকরা এসময় উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা সুস্থভাবে বেঁচে থাকতে প্রতিদিন হাতধোয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন,মানুষের জীবনে পরিস্কার পরিচ্ছন্নতা এবং নিয়মিত হাত ধোয়ার বিকল্প কিছুই নেই।