সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আত্মকর্মসংস্থানের লক্ষ্যে রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে শহরের পৌরসভা এলাকার ২শতাধিক দরিদ্র,অসহায় ও কর্মহীন জনসাধারনের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্পের আওতায় বুধবার সকাল সাড়ে ১১টায় শহরের কল্পতরু কনভেনশন সেন্টারে অসহায় পরিবারের মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
রাঙামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি দীপক চাকমা, সাধারন সম্পাদক সুখময় চাকমা, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নূর মোহাম্মদ কাজল, পৌরসভা কাউন্সিলর কালায়ন চাকমা, পূলক দে, নির্মলা দেওয়ান।