রাঙামাটিতে দ্রুত বিরোধ নিষ্পত্তি হচ্ছে লিগ্যাল এইডে

প্রকাশঃ ২০ অক্টোবর, ২০২২ ০২:৩০:৪১ | আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ১১:০৪:৪০

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ইউপি চেয়ারম্যান, ব্যবসায়ী স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা করেছে লিগ্যাল এইড অফিস বুধবার সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

 

এর আগে উপজেলার বুডিঘাট ইউনিয়নের ইসলামপুর বাজারে ব্যবসায়ী স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা করা হয় উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় অতিথি হিসেবে জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম প্রসঙ্গে অবহিত করেন জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ৷ এসময় নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফজলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, থানার ওসি সুজন হালদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন

 

বৈঠকে সরকারি খরচে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে অসহায় দরিদ্রদের আইনি সেবা পেতে করণীয় প্রসঙ্গে অবগত করেন লিগ্যাল এইড অফিসার মো. জুনাইদ এসময় তিনি বলেন, আদালতে যাওয়া বিচারপ্রার্থীরা অনেক সময় ভোগান্তির শিকার আবার কখনো কখনো অর্থাভাবে দরিদ্র জনগোষ্ঠীর আদালতে যেতে পারেন না সাধারণ মানুষকে সরকারি খরচে আইনি সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে লিগ্যাল এইড সারাদেশে কাজ করছে রাঙামাটিতেও প্রান্তিক দরিদ্র মানুষের আস্থা বেড়েছে লিগ্যাল এইড সেবায় আপসে বিরোধ নিষ্পত্তির ফলে সিভিল মামলার জট কমছে এবং বিরোধ দ্রুত নিষ্পত্তিতে মানুষের অর্থ ব্যয় সময় কমে এসেছে

 

 

এদিকে, এদিন সকাল ৮টায় উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর এলাকার একটি বিরোধপূর্ণ জমিতে গিয়ে মীমাংসা বৈঠক করেন লিগ্যাল এইড অফিসার

 

রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিসের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয়মাসে ৫৭৪টি আবেদন জমা পড়ে এরমধ্যে পুরনো মামলাসহ চলতি বছরে ৫০৩ মামলা নিষ্পত্তি হয়েছে সেপ্টেম্বর পর্যন্ত জেলার আট উপজেলায় মোট ৭৬টি বিরোধপূর্ণ জমিতে গিয়ে মীমাংসা বৈঠক অনুষ্ঠিত হয়েছে