জীবনের নিরাপত্তা চেয়ে এমপি'র এপিএস'র জিডি

প্রকাশঃ ২০ অক্টোবর, ২০২২ ০১:৫৩:৩৪ | আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ০৭:৫৫:০০

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার একান্ত ব্যক্তিগত সহকারী খগেন্দ্র ত্রিপুরা জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরী করেছেন। মঙ্গলবার দুপুরে পানছড়ি থানায় সাধারণ ডায়েরী করা হয়। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনচারুল করিম বিষয়টি নিশ্চিত করেন

 

সাধারণ ডায়েরীতে উল্লেখ করা হয়, গেল মঙ্গলবার রাত ১০ টা ১৪ মিনিটে পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দে এর ছোট ভাই ঠিকাদার উত্তম দে নিজের ব্যবহৃত মুঠোফোনে খগেন্দ্র ত্রিপুরাকে ফোন করেন। ফোন রিসিভ করার পর খগেন্দ্র ত্রিপুরাকে দেখে নেয়ার হুমকি দেন। পাশাপাশি অশালীন ভাষায় গালমন্দ করেন। জীবনের নিরাপত্তা চেয়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন। 

 

বিষয়ে মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে খগেন্দ্র ত্রিপুরা নিজের ফেসবুকে পোস্ট করলেও পরবর্তীতে তা মুছে দেন।

 

অভিযোগের বিষয়ে জানতে উত্তম দে এর মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি। ক্ষুদে বার্তায় অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি ঘটনাটি সত্য নয় বলে দাবী করেন। 

 

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনচারুল করিম সাধারণ ডায়েরী গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে