সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদুতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে একটি শোভাযাত্রা করা হয়। এরপর উপজেলা পাবলিক লাইব্রেরীর সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী করা হয়।
এতে আটারকছড়া ইউপি সচিব মোঃ আল আমিন এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় এর সভাপতিত্বে আয়োজনে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শুভাশিস কর্মকার, উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডার শাহনেওয়াজ ফারুক এবং সাবেক কমান্ডার তৈয়ব আলী, লংগদু প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ এখলাছ মিঞা খান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীগণ।