সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদু উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ইঁদুর নিধন অভিযান উদ্বোধনী অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের কার্যালয় থেকে "বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন, খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইঁদুর নিধন অভিযানের একটি র্যালী বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক ঘুরে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অভিযান উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু।
এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন চৌধুরীসহ বিভিন্ন কর্নকর্তাগণ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকগণ।