আলীকদমের কুরুকপাতা ইউপিতে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশঃ ১৭ অক্টোবর, ২০২২ ০৫:৪৯:৫৩ | আপডেটঃ ১৬ জানুয়ারী, ২০২৫ ০৭:০৫:৪৪
সিএইচটি টুডে ডট কম, আলীকদম (বান্দরবান)। বান্দরবানের আলীকদম উপজেলার দূর্গম ৪নং কুরুকপাতা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ অক্টোবর) বেলা ১২ টায় কুরুকপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে  কুরুকপাতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাম্পুং ম্রোর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমরঞ্জন বড়ুয়ার সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন।

সম্মেলনে প্রধান বক্তায় বক্তব্য  রাখেন  বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  দুংড়ি মং মার্মা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য সিংইয়ং ম্রো,বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্য অংশৈ থোয়াই মার্ম। উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান কফিল উদ্দীন বিএসসি,আলীকদম সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন, ৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাত পুং ম্রো, নয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি ফোগ্য মার্মা,মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রীর এনুচা মার্মাসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অতিথিদের বক্তব্যের শেষে অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া ৪নং কুরুকপাতা ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি নাম ঘোষণা করেন - এতে সভাপতি নির্বাচিত হন - কাম্পুং ম্রো ও সাধারণ সম্পাদক - বিদ্যামনি ত্রিপুরা নির্বাচিত হন ।