বিলাইছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৪৪তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

প্রকাশঃ ১৭ অক্টোবর, ২০২২ ০৫:২৬:৪৮ | আপডেটঃ ১৬ জানুয়ারী, ২০২৫ ০৭:০৯:৫৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৪৪ তম দানোত্তম কঠিন চীবর দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে চীবর দানানুষ্ঠান সংঘদান, অষ্ট পরিস্কার দান, বৌদ্ধ মুর্তি দান, হাজার বাতি দানসহ বিভিন্ন দানের মধ্যদিয়ে দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ধর্মীয় অনুষ্ঠানে প্রধান ধর্মীয় দেশনা প্রদান করেন, গুইমারা চুলা মনু আনন্দ বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্ত উ. ওয়েন্না মহাথের, দেশনা দেন রাঙ্গুনিয়া বকা বিলি ত্রিরতœ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্ম মৈত্র ভিক্ষু ও বিলাইছড়ি নিরিবিলি ভাবনা কুঠিরের অধ্যক্ষ ভদন্ত মহাকাল থের।

অনুষ্ঠানে প্রধান পুর্ণার্থী হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

বিহার পরিচালনা কমিটির সভাপতি কমিটির সভাপতি ভদ্রসেন চাকমার সভাপতিত্বে রাঙামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, বিলাইছড়ি জোনের ক্যাপ্টেন বিপুল কান্তি পাল, সাবেক জেলা পরিষদ সদস্য অভিলাষ তঞ্চঙ্গ্যা, খারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরে দীপংকর তালুকদার এমপি বৌদ্ধ ভিক্ষুকদের হাতে চীবর উৎসর্গ করেন।