লংগদুতে বিশ্ব খাদ্য দিবস পালিত

প্রকাশঃ ১৭ অক্টোবর, ২০২২ ০৫:২৫:১৭ | আপডেটঃ ১৬ জানুয়ারী, ২০২৫ ০৬:৪৪:০৯
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদুতে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব খাদ্য দিবস-২০২২ উদযাপন করা হয়েছে।
রোববার (১৬ অক্টোবর) সকালে ‘কাউকে পশ্চাতে রেখে নয়। ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন’’ প্রতিপাদ্য বিষয়ের আলোকে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র‌্যালি করা হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা মনিময় চাকমা, সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রতন চৌধুরী প্রমূখ।

সভায় আরো উপস্থিত ছিলেন উপ সহকারি কৃষি কর্মকর্তা উজ্জ্বল কান্তি চৌধুরী, আবু তাহের, রফিকুল ইসলাম, মোশারফ হোসেন, শহিদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা ইয়াসিন জুয়েল।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি ও জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় খাদ্য উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। সরকারের গৃহীত কৃষি বান্ধব নীতি ও কার্যক্রমে দানাদার খাদ্য, মাছ, মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ।

এসময় বক্তারা আরো বলেন, ধান, পাট, আম, পেয়ারা আলু প্রভৃতি ফসল ও ফল উৎপাদনে বাংলাদেশ শীর্ষ ৮টি দেশের মধ্যে রয়েছে। কৃষির উন্নয়নে এ সাফল্য সারা বিশ্বে বহুলভাবে প্রশংসিত হচ্ছে।