লংগদুতে আগুনে পুড়িয়ে শিশুকে হত্যার চেষ্টা

প্রকাশঃ ২৫ সেপ্টেম্বর, ২০২২ ০৬:২৫:৩৮ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০৭:৩৬:২৫

সিএইচটি টুডে ডট কম, লংগদু, (রাঙামাটি)রাতের আঁধারে জোরপূর্বক তুলে নিয়ে নির্জন জঙ্গলে গাছে বেঁধে আগুনে পুড়িয়ে ১৪ বছর বয়সী রাকিব নামের এক শিশুকে হত্যার চেষ্টা চালিয়েছে দুষ্কৃতকারীরা

 

ঘটনাটি ঘটেছে রাঙামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের শিবের আগা নামক এলাকায় শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১ ঘটিকায়

 

স্থানীয়রা জানান, রাকিব'কে কেরোসিন ঢেলে গাছের সাথে বেঁধে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করে একই এলাকার তিন যুবক। অভিযুক্তরা হলেন- শামীম, পিতা- নুরুল ইসলাম, আলমগীর, পিতা আমির হোসেন মোল্লা এবং অজ্ঞাত একজন

 

পারিবারিক সূত্রে জানা যায়, রাকিব রাত ১১ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আসার সময় কালো পোশাকধারী ৩জন তাকে মুখ চেপে জোরপূর্বক ধরে চোখ বেঁধে সমিতির টিলা নামক স্থানে নিয়ে যায়

 

আরো জানান, দুষ্কৃতকারীরা শিশু রাকিবকে বেধড়ক মারধর করেন, পরে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করেন। তাদের পরিকল্পনা শতভাগ নিশ্চিত করার জন্য আড়ালে গিয়ে পরামর্শ করেন দুষ্কৃতিকারীরা। সুযোগ বুঝে রাকিব হাত পায়ের বাঁধ খুলে পালিয়ে যেতে সক্ষম হয় এবং তাদের মধ্যে দুজনকে চিনতে পারেন

 

লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন জানান, আমি বিষয়টি অবগত আছি। ঘটনাস্থল থেকে আমাকে ফোন করেছিল। তবে এপর্যন্ত থানায় কোনো মামলা হয়নি