খাগড়াছড়িতে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

প্রকাশঃ ২০ সেপ্টেম্বর, ২০২২ ০২:২৯:৪২ | আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ০২:৫০:১৭
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন ঔষধের দোকানে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে খাগড়াছড়ি সদরে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খাগড়াছড়ির সহকারী পরিচালক পাপিয়া সুলতানা লিজা।

অভিযানে মেয়াদোর্ত্তীণ, প্রদর্শনীর ঔষধ বিক্রী ও পণ্যের গায়ে মেয়াদ না থাকায় ৩ টি ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর, ভোক্তা অধিকার সংগঠন সিআরবি এবং জেলা পুলিশ সহযোগিতা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।