সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামসহ সারা বাংলাদেশকে নিয়ে ভাবেন। সারা বাংলাদেশের ন্যায় পার্বত্য চট্টগ্রামকে এগিয়ে নিয়ে যেতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকার পার্বত্য চট্টগ্রামকে একটি সুস্থ-সুন্দর ও অসাম্প্রদায়িক পার্বত্য চট্টগ্রাম হিসেবে দেখতে চায়।
তিনি
রোববার
বিকেলে
খাগড়াছড়ি জেলার
নয়
উপজেলার সাত’শ ৩৭ জন
বিশ^বিদ্যালয় ও কলেজ পড়ুয়া
ছাত্র-ছাত্রীদের মাঝে ২০২০-২০২১
অর্থবছরের মেধাবৃত্তি প্রদানকালে এসব
কথা
বলেন।
খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন
বোর্ড’র ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব)
মোহাম্মদ নুরুল
আলম
চৌধুরী। সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে
উপস্থিত ছিলেন
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল
কুমার
চাকমা।
নিখিল
কুমার
চাকমা
বলেন,
আমার
জীবনে
কখনো
শিক্ষাবৃত্তি পায়
নি।
কিন্তু
নিজে
শিক্ষাবৃত্তি না
পেলেও
এখন
শিক্ষার্থীদের মাঝে
নিজে
হাতে
বৃত্তি
দিতে
পেরে
নিজেকে
খুবই
ভাগ্যবান মনে
করছি।
বৃত্তি
নেয়ার
চাইতে
বৃত্তি
দিতে
পারাটাও আমার
জন্য
অতি
আনন্দের।
এ
সময়
বিশেষ
অতিথি
হিসেবে
হিসেবে
উপস্থিত ছিলেন
খাগড়াছড়ি পার্বত্য জেলা
পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী
অপু,
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন
বোর্ডের যুগ্ম-সচিব মোঃ ইফতেখার আহমেদ,
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন
বোর্ডের উপ-সচিব মোঃ জসিম
উদ্দিন
এবং
খাগড়াছড়ি পৌরসভার মেয়র
নির্মলেন্দু চৌধুরী।