প্রকাশঃ ০৫ সেপ্টেম্বর, ২০১৮ ১১:২২:০৪
| আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ ০৫:২৯:৫৯
সিএইচটি টুডে ডট কম, বিলাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮’ (অনুর্ধ-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) দীঘলছড়ি স্টেডিয়াম মাঠে আয়োজন করা হয়েছে।
বিলাইছড়ি ও কেংড়াছড়ি ইউনিয়নের খেলোয়াড়দের মধ্যে ফাইনাল খেলা ২-২ গোলে ড্র হলে টাইব্রেকারে ৫-৭গোলে কেংড়াছড়ি ইউনিয়ন টীম চ্যাম্পিয়নশীপ অর্জন করে এবং রানার্স আপ অর্জন করে বিলাইছড়ি ইউনিয়ন টিম।
ফাইনাল খেলা অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম শাহীদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি ও কেংড়াছড়ি ইউপি চেয়ারম্যানদ্বয় এবং উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।