সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের সংগঠক অংথুই মারমা ওরফে আগুন প্রতিপক্ষের গুলিতে নিহতের প্রতিবাদে জেলার ৫ উপজেলায় অর্ধদিবস সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি।
শনিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ইউপিডিএফ প্রসীত গ্রুপের মুখপাত্র নিরন চাকমা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউপিডিএফ সংগঠক অংথুই মারমা ওরফে আগুনকে সন্ত্রাসীরা গুলি করে হত্যার প্রতিবাদে রোববার সকাল ৬ থেকে দুপুর ১২ টা পর্যন্ত রামগড়, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি, গুইমারা ও মাটিরাঙ্গায় সড়ক অবরোধ পালিত হবে। অর্ধ দিবস সড়ক অবরোধ চলাকালে জরুরী সকল কাজে নিয়োজিত পরিবহন আওতামুক্ত থাকবে বলেও জানানো হয়।
শনিবার দুপুরে নিহত অংথুই মারমা ওরফে আগুনের দাহক্রিয়া ধর্মীয় রীতিতে নিজ গ্রাম গুইমারার বুদংপাড়ার যৌথখামার এলাকায় সম্পন্ন হয়েছে।
উল্লেখ, গত শুক্রবার সকালে সাংগঠনিক কাজে বের হয়ে গুইমারার দেওয়ানপাড়া মিশন স্কুল এলাকায় প্রতিপক্ষের সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় অংথুই মারমা ওরফে আগুন। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।