খাগড়াছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশঃ ৩১ অগাস্ট, ২০২২ ০৫:৫২:৫৭ | আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ০৪:৪৬:২৪
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে পাঁচ শতাধিক অসহায় দুস্থ প্রত্যান্ত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবহিনী।

মঙ্গলবার (৩০ আগস্ট ২২) সকালে খাগড়াছড়ি সদর জোনের আয়োজনে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ভাইবোনছড়া ইউনিয়নের মুনিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এই চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে: কর্ণেল সাইফুল ইসলাম সুমন পিএসসি।

তিনি জানান, চিকিৎসা সেবার অংশ হিসেবে দিনব্যাপী ৫ শতাধিক মানুষকে বিনামুল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করাসহ ২ জন অসুস্থ রোগীকে হুইল চেয়ারম্যান বিতরণ করা হচ্ছে এবং আগামীতেও এধারা অব্যাহত থাকবে জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর জাহিদ হাসান, মেডিসিন বিশেজ্ঞ (এমডিএস) মেজর জাহিদ, খাগড়াছড়ি সদর হাসপাতালের ডা. মিথিলা বড়–য়া, ডাক্তার ক্যাপ্টেন মিম মেহেদী হাসান চৌধুরী, ডা ক্যাপ্টেন জোবায়ের  (এমডিএস) এবং ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান সুজন চাকমা উপস্থিত ছিলেন।