মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

প্রকাশঃ ১৬ অগাস্ট, ২০২২ ০৮:১০:০০ | আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ০৮:৫৭:৩১

সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। মহালছড়িতে উপজেলা প্রশাসন, উপজেলাআওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনওসরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও মহালছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যেগে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।


আজ ১৫ আগস্ট সোমবার সকাল টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালী সহকারে  বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা,  উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দীন, উপজেলা আওয়ামিলীগ সভাপতি রতন কুমার শীলসহ, মহালছড়ি স্বাস্থ্য বিভাগ, পল্লী সঞ্চয় ব্যাংক মহালছড়ি শাখা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ওশিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ।


এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলায় আলোচনা সভা, পুরষ্কার বিতরণী অনুষ্ঠানসহ স্কুল গুলোতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।