খাগড়াছড়িতে গেইট পড়ে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা তদন্তে এলজিইডির কমিটির ঘটনাস্থল

প্রকাশঃ ১৫ অগাস্ট, ২০২২ ০৫:৪৪:১৪ | আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ০৮:৪৬:৪৩

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে স্কুলের গেইট ভেঙ্গে পড়ে গত বুধবার শিক্ষার্থী শ্রাবণ দেওয়ানের মৃত্যুর ঘটনায় স্থানীয় সরকার প্রকৌশল- এলজিইডি বিভাগের গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রোববার দুপুরে খাগড়াছড়ি সদরের খবংপড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এলজিইডি চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এনামুল হক। 

 

সময় তিনি স্থানীয় শিক্ষা কর্মকর্তা, গেইট তৈরির ঠিকাদার, বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয়দের সাথে কথা বলেন। সময় খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী জেলা পরিষদের গঠিত তদন্ত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

 

প্রাথমিক ভাবে বিদ্যালয়ের গেইট ত্রুটিপূর্ণ থাকার পরও বিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষয়টি না জানানোর গাফিলতির সত্যতার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। 

 

গত বুধবার সকালে বিদ্যালয়ে প্রবেশের সময় গেইট পড়ে মাথায় আঘাত পায় শ্রাবণ চাকমা। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। শ্রাবণ খাগড়াছড়ি সদরের খবংপড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিকের শিক্ষার্থী