রুমায় পানিতে ডুবে এক নারীর মৃত্যু

প্রকাশঃ ১৩ অগাস্ট, ২০২২ ০৬:০৯:০৩ | আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৪ ০৫:০৯:৫৯

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের রুমা উপজেলায় সাঙ্গু নদীতে ডুবে সিংয়ইনু মার্মা (২৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে

 

জানা যায়,শুক্রবার(১২ আগস্ট) সন্ধ্যার দিকে রুমা ২নং সদর ইউনিয়নের চর পাড়া নদীর ঘাটে এই ঘটনা ঘটে

মৃত সিংয়ইনু মার্মা রুমা চর পাড়ার বাসিন্দা মৃত প্রুসিংঅং মার্মার মেয়ে তার স্বামী দীর্ঘদিন আগে মারা গেছে আর তার এক সন্তান রয়েছে। 

 

রুমা  সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈমং মারমা শৈবং তথ্য  নিশ্চিত করে জানান, প্রত্যেকদিনের মতো সাঙ্গু নদীর ঘাটে গোসল করতে নেমেছিল সিংয়ইনু, পরে  অনেক রাত  হয়ে গেলেও সে বাড়িতে না আসাতে গ্রামবাসীরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি পর রাত ১০টার দিকে ঘাটের পাশে তার লাশ দেখতে পায়, পরে গ্রামবাসী পুলিশের সদস্যরা নদী থেকে লাশটিকে উদ্ধার করে।   

 

এদিকে রুমা থানার ওসি মুহাম্মদ আলমগীর জানান , নদীতে ভেসে যাওয়া লাকড়ী খুজতে গিয়ে স্রোতে ভেসে গিয়ে এক নারীর মৃতু্্যর সংবাদ পাওয়ায় পর আমরা রাতেই  নদীর ঘাটের কাছ থেকে সিংয়ইনু মার্মার লাশ উদ্ধার করি। এই ঘটনায় নিহতের মা খ্যাউচিং মারমা বাদী হয়ে রুমা থানায় একটি মামলা দায়ের করেছে, মৃত্যুর প্রকৃত  কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি