প্রকাশঃ ১২ অগাস্ট, ২০২২ ০৭:৩৮:৪৮
| আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ১০:৩৪:৫৬
সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা (খাগড়াছড়ি)। খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলাধীন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে রোভার স্কাউট ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিন। এতে অন্তত ৫০ জন স্বেচ্ছাসেবক অংশ নেয়।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে এই কর্মসূচীর উদ্বোধন করেন উপাধ্যক্ষ তরুন কান্তি চাকমা।
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা রোভারের সম্পাদক ও কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ দুলাল হোসেন, গার্ল ইন রোভার স্কাউট লিডার ফ্লোরিতা চাকমা, বিডি ক্লিন দীঘিনালা উপজেলার সমন্বয়ক মহাসিন মিয়া প্রমূখ।
প্রধান অতিথি উপাধ্যক্ষ তরুন কান্তি চাকমা রোভার স্কাউট ও বিডি ক্লিন সদস্যদের ধন্যবাদ জানান। পাশাপাশি কলেজ ক্যাম্পাসক ও শ্রেণীকক্ষকে নিয়মিত পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।