কাবাডি টুর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রকাশঃ ০৮ অগাস্ট, ২০২২ ১০:১৩:২০ | আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ ০৬:৫৬:৪৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কাবাডি টুর্ণামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৭ আগস্ট) বিকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় স্থানীয় রাজার মাঠে এই কাবাডি টুর্ণামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ।

এসময় কাবাডি খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা সরোয়ার, পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি সহ প্রমুখ।

সমাপনী খেলায় বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয় দল বনাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজ দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৫০-৫৯ পয়েন্ট পেয়ে বালাঘাটা বিলকিছ দলকে হারিয়ে কালেক্টরেট স্কুল দল বিজয়ী হয়। ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এবারে খেলায় জেলার মোট ৮টি দল অংশ গ্রহন করেন।