মহালছড়িতে ইউএনও কে অপসারণের জন্য ১০ দিনের আল্টিমেটাম

প্রকাশঃ ২৩ জুলাই, ২০২২ ০৯:৫৫:০৬ | আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ১২:৪৪:০২

সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবাইদা আক্তারকে অপসারনের দাবীতে আন্দোলনরত ব্যবসায়ীরা আপাতত তাদের কর্মসূচি স্থগিত করেছে।


গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার ব্যবসায়ী সমিটির কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়, উক্ত বৈঠকে উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল সহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে কর্মসূচি আপাতত স্থগিত করতে সম্মত হন ব্যবসায়ী সমিটির নেতারা, তবে ইউএনও কে অপসারণের জন্য ১০ দিনের আল্টিমেটাম দিয়েছে বাজার ব্যবসায়ী সমিটির নেতারা। ১০ দিনের মধ্যে ইউএনও কে অপসারণ করা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারি দেন তারা।


এরআগে৮টি লিখিত অভিযোগ সম্বলিত স্বারক লিপি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে প্রেরণ করেন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবন্দআজ শুক্রবার থেকে যথারিতি বাজার খোলা থাকবে বলে জানান বাজার ব্যবসায়ী সমিটির নেতারা।


উক্ত বৈঠকে মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ও সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, বাজার ব্যবসায়ী সমিটির সভাপতি সুনীল দাশ সহ বাজারের সিনিয়র ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত ১৭ জুলাই গভীর রাতে ২৪ মাইল নামক এলাকায় কে বা কার দ্বারা একটি পাহাড় কাটা হয়। এর সূত্র ধরে মহালছড়ি বাজারের আবদুর রশিদ নামের এক ব্যবসায়ী তার দোকানের মাটি ভরাটের উপর দায় চাপিয়ে ইউএনও জোবাইদা আক্তার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা অথবা অনাদায়ে ৭ দিনের জেল দিলে গত দুইদিন যাবত ইউএনওকে অপসারণের দাবিতে বাজার বন্ধ করে আন্দোলন করে আসছিলো মহালছড়ির বাজার ব্যবসায়ীরা