প্রকাশঃ ২১ জুলাই, ২০২২ ০৪:৪৭:৫৯
| আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ১২:৪৮:০৮
সিএইচটি টুডে ডট কম,খাগড়াছড়ি। খাগড়াছড়ির মহালছড়িতে ইউএনও কার্যালয়ে ডেকে নিয়ে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে সাজা দেয়ার প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা। বুধবার সকাল থেকে মহালছড়ি বাজারের সব ধরণের পণ্যের দোকান বন্ধ রেখে এই ঘটনার প্রতিবাদ ও আটক ব্যবসায়ীর মুক্তি এবং ইউএনওর অপসারণ দাবিতে বিক্ষোভ চলছে।
মহালছড়ি বাজারে কেনাকাটা করতে আসা প্রান্তিক জনগোষ্ঠীরা ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি ব্যবসায়ীদের বিক্ষোভ ও ধর্মঘটের ঘটনার পর থেকে নিজ কার্যালয় আসেননি মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার জোবাইদা আক্তার। এতে করে দুরদুরান্ত থেকে সেবা নিতে আসা প্রার্থীরাও ভোগান্তিতে পড়েছেন।
দুপুরে ইউএনও অন্যায় ভাবে সাজার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ব্যবসায়ী ও মহালছড়ির সাধারণ মানুষ। পরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে ইউএনও জোবাইদা আক্তার কর্তৃক ব্যবসায়ী রশিদকে পাহাড় কাটার অভিযোগে অন্যায় ভাবে ৭ দিনের কারাদ- দেয়ার প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে আটক ব্যবসায়ীর নিঃশর্ত মুক্তি ও ইউএনওর অপসারণ দাবি করেন বিক্ষোভকারীরা।
মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল দাশ অভিযোগ করে বলেন, ইউএনও মহালছড়িতে যোগদানের পর থেকে ব্যবসায়ীদের নানা ভাবে হয়রানি করছেন। কিন্ডার গার্ডেন স্কুল নির্মাণের জন্য ইউএনওর নির্দেশে পাহাড় কাটা হয়েছে। উনার দেখাদেখি অনেকে পাহাড় কেটে সাবাড় করেছেন। কিন্তু পাহাড় না কেটেও অন্যায় ভাবে রশীদকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে প্রথমে জরিমানা ও পরে কারাদ- দেন। অবিলম্বে রশীদকে মুক্তি ও ইউএনওর অপসারণ দাবি করেন তিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট পালনের হুশিঁয়ারীও দেন।
এ দিকে, অভিযোগের বিষয়ে জানতে মহালছড়ির ইউএনও জোবাইদা আক্তারের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল ও কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকেলে মহালছড়ি বাজারের ব্যবসায়ী মো. রশীদকে উপজেলা কার্যালয়ে ডেকে নিয়ে পাহাড় কাটার অভিযোগে প্রথমে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় রশীদকে ৭ দিনের কারাদ- দিয়ে কারাগারে পাঠান ইউএনও।