প্রকাশঃ ১৪ জুলাই, ২০২২ ১১:৫২:৩৪
| আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ০৩:৫৩:২৩
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় বিদেশী নাগরিকদের ভ্রমণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কিছু নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। ঈদের টানা ছুটিতে খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্র ও রেস্টুরেন্টে বিদেশী পর্যটকদের ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। এ বিষয়ে স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশের কাছে কোন তথ্য নেই বলছেন সংশ্লিষ্টরা।
বুধবার বিকেলে খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ট্রেলিয়ান, ইথিওপিয়ান ও সুমালিয়ান ১০-১২ জন নাগরিককে ঘুরতে দেখা গেছে।
দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় ভৌগলিক দিক থেকে ভিন্ন পার্বত্য চট্টগ্রামে বিদেশী নাগরিকের ভ্রমণ বা অবস্থান নিরাপদ করতে ২০১৫ সালের ২৩ এপ্রিল ৫ টি নিয়ম চালু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা-৬। যার মধ্যে পার্বত্য চট্টগ্রামে আসার আগে স্থানীয় জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থাদের অবহিত করে অনুমতি নেয়ার নিয়ম থাকলেও তা উপেক্ষিত।
বিদেশী পর্যটকদের নিয়ে আসা বাংলাদেশী গাইড নাম প্রকাশ না করে বলেন, ঢাকা থেকে গত মঙ্গলবার বিদেশীদের নিয়ে খাগড়াছড়ি ও রাঙামাটির সাজেক ভ্যালী ভ্রমণে আসেন। বুধবার দুপুরে সাজেক থেকে খাগড়াছড়ি এসে আলুটিলা পর্যটন কেন্দ্র সহ আশপাশে ঘুরেন এবং জেলা শহরের এফএ-এফ নামে একটি রেস্টুরেন্টে অবস্থান করেন। ডিনার শেষে রাতের বাসে তারা ঢাকায় ফিরে যাবেন। পার্বত্য চট্টগ্রামে বিদেশী নাগরিকের ভ্রমণে নিয়মের বিষয়ে জানা আছে কিনা জানতে চাইলে এড়িয়ে যান তিনি।
এ ব্যাপারে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক কেএম ইয়াছির আরাফাত বলেন, ভারতের ২ জন নাগরিক খাগড়াছড়িতে ভ্রমণের অনুমতি নিয়েছেন। অন্য দেশের কোন পর্যটক বা নাগরিক আবেদন দেননি বলে নিশ্চিত করেন তিনি।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে বিদেশী নাগরিকের আগমন সম্পর্কে অবহিত করতে জেলার প্রবেশমুখ রামগড় ও মানিকছড়ি এলাকায় দু’টি পুলিশ ক্যাম্প রয়েছে। তারপরও কি ভাবে বিদেশী নাগরিকরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ভ্রমণ করছেন তা প্রশ্ন রাখছে।