পার্বত্য চট্টগ্রামে সেনা সদস্যদের সাথে ঈদ করলেন সেনা প্রধান

প্রকাশঃ ১১ জুলাই, ২০২২ ০৮:৪৯:২৮ | আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ০২:৪৪:২৩

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি।ঈদের দিন পরিবার পরিজন আত্মীয় স্বজন থেকে দূরে থাকা সেনাবাহিনীর সদস্যদের দেখতে পার্বত্য চট্টগ্রামে গেলেন সেনা প্রধান জেনারেল এসএম শফি উদ্দিন আহমেদ।

 

রোববার দুপুর ১২ টায় হেলিকপ্টারে করে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোন সদরে আসেন। জোন সদরে সেনা প্রধান পৌঁছানোর পর চট্টগ্রাম অঞ্চলের এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম তাকে অভ্যর্থনা জানান।

 

পরে সেনা  সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়, জোন সদর পরিদর্শন, বৃক্ষরোপণ পরিদর্শন বহি স্বাক্ষর করেন। ছাড়া খাগড়াছড়ির দীঘিনালা জোন এবং রাঙামাটির দূর্গম পাংখোয়া পাড়া আর্মি ক্যাম্প পরিদর্শন করেন সেনা প্রধান। 

 

সেনা প্রধান সাংবাদিকদের উদ্দেশে বলেন, দেশের সীমারেখায় সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে পার্বত্য চট্টগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বের খাতিরে ঈদের দিনও পরিবার পরিজন থেকে দূরে থেকে দেশের স্বাধীনতা রক্ষায় নিয়োজিত রয়েছেন। আজকের দিনে উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি তাদেরকে কাজে উৎসাহ যোগাবে

 

পরিদর্শন কালে সামরিক সচিব মেজর জেনারেল খালেদ মামুন সহ উর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন