খাগড়াছড়িতে বিজিবির বৃক্ষরোপন সপ্তাহ উদ্বোধন

প্রকাশঃ ০৭ জুলাই, ২০২২ ০৮:৪০:৩৫ | আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ০৪:১৯:৫৭
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। পতিত ও ক্যাম্পের আওতাধীন খালি জায়গায়  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ খাগড়াছড়ি সেক্টর উদ্যোগ গ্রহন করেছে। এরই অংশ হিসেবে চলতি মৌসুমে খাগড়াছড়ি সেক্টর ও সেক্টরের আওতাধীন বিভিন্ন ব্যাটালিয়ন ও বিওপিতে প্রায় ১০ হাজার ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষচারা চারা রোপন করা হবে।

বুধবার বৃক্ষরোপণ সপ্তাহ-২০২২  উপলক্ষে খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরে একটি ফলজ বৃক্ষ চারা রোপনের মাধ্যমে এ কর্মসুচীর  শুভ উদ্বোধন করেন সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ সময় সেক্টর সদরের সকল অফিসার, অন্যান্য পদবীর সৈনিক ও বেসামরিক কর্মচারীগণ ১টি করে গাছের চারা রোপণ করেন।

বিজিরি পক্ষ থেকে জানানো হয়, বৃক্ষরোপণ সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়ি সেক্টরের অধীনস্থ পানছড়ি ৩ ব্যাটালিয়ন ,দীঘিনালার বাবুছড়া ৭ ব্যাটালিয়ন , রাঙামাটির মারিশ্যা ২৭ ব্যাটালিয়ন , বাঘাইহাট ৫৪ব্যাটালিয়ন ও খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরের খাগড়াছড়ি ৩২ব্যাটালিয়নে এ কর্মসুচী পালন করা হবে।

চলতি মৌসুমে খাগড়াছড়ি সেক্টর সদর ও অধীনস্থ ব্যাটালিয়ন এলাকায় ২৪৫১ টি ফলজ ৫৮৮০ টি বনজ ও ১৪০০ টি ঔষধি বৃক্ষ রোপণ করা হবে।