দীঘিনালায় ইপসার লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশঃ ২৭ জুনe, ২০২২ ০৮:৫৬:২৭ | আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ০৪:৩৬:৫৬

সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা, (খাগড়াছড়ি)।খাগড়াছড়ির দীঘিনালায় লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ প্রতিকার বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে স্থায়ীত্ত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা। রোববার (২৬ জুন) দীঘিনালা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়

 

দীঘিনালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সুস্মিতা খীসার সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নারী ভাইস-চেয়ারম্যান সীমা দেওয়ান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম পেয়ার আহমেদ, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু

 

দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশ নেয় সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক ইয়থ ক্লাবের সদস্যরা। প্রশিক্ষণটি পরিচালনা করেন রিসোর্স পার্সন সুজাস চাকমা

 

এসময় ইপসার পক্ষে উপস্থিত ছিলেন মনিটরিং রিপোর্টিং অফিসার ইসমাইল হোসেন, জেন্ডার অফিসার মিল্টন চাকমা, কমিউনিটি মোবিলাইজার আয়শা আক্তার

 

প্রশিক্ষণে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ প্রতিকারে সুশীল সমাজের করণীয় বিষয়ে ধারণা প্রদান করা হয়