সিএইচটি
টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খাগড়াছড়ি
জেলার মহালছড়িতে মহালছড়ি ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর আয়োজনে বৃক্ষরোপণ ও
চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
২৩ জুন
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মহালছড়ি এপিবিএন আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর
আঙ্গিনায় একটি ফলজ গাছ লাগিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন ৬ এপিবিএন এর ভারপ্রাপ্ত
অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রহুল
আমিন। এর আগে ৬ এপিবিএন এর ভারপ্রাপ্ত অধিনায়ক এর কাছে গাছের চারা হস্তান্তর করেন
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এর লিফ অফিসার নউরোজ বিন রেজা।
এই সময় আরো উপস্থিত ছিলেন ৬ এপিবিএন, মহালছড়ি এর সহকারী পুলিশ সুপার ও এপিবিএন আইডিয়াল স্কুল কলেজ এর অধ্যক্ষ, মোঃ তাসলিম হুসাইন ও সহকারী পুলিশ সুপার মোঃ কামরুল হাসান, ৬ এপিবিএন এর সহকারী এ্যাডজুডেন্ট ও সশস্ত্র পুলিশ পরিদর্শক মোঃ আব্বাস আলী, পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) নিবারণ চন্দ্র বর্মণ, এপিবিএন আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ মোঃ মারুফ-উজ-জামান ও অত্র ব্যাটালিয়ন এর বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী সহ এপিবিএন আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।