প্রকাশঃ ২১ জুনe, ২০২২ ০৮:১৬:২৫
| আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ০৪:৫৫:৩৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে পাহাড়ী ঢলে দীঘিনালার মেরুং ও কবাখালী ইউনিয়নের ২০ গ্রামের ১ হাজারের বেশী পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। সোমবার সকাল থেকে টানা বর্ষণ বন্ধ হলেও গতরাতের ভারী বর্ষণে মাইনী নদীর উজানের ঢলে এসব গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
মাইনী নদীর পানি বেড়ে দীঘিনালা-লংগদু সড়কের বিভিন্ন সেতু ও পয়েন্ট ডুবে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। মেরুং বাজার সহ আশপাশের বিবিন্ন হাট বাজারে পানি ঢুকে পড়ায় বন্ধ রয়েছে হাট বাজার। পানিবন্দী পরিবারের পাশে ত্রাণ সহায়তা নিয়ে পাশে দাড়িঁয়েছে দীঘিনালা সেনা জোন। দুপুরে বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও পানিবন্দী পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ দিকে, বৃষ্টিপাত না থাকায় চেঙ্গী নদীর নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে।