মহালছড়িতে ইকোসেক প্রকল্পের মাধ্যমে রেড ক্রিসেন্ট সোসাইটির চেক বিতরণ

প্রকাশঃ ১৫ জুনe, ২০২২ ০৮:০০:৪৬ | আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ০৬:৪২:৩৮

 সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলাধীন চৌংড়াছড়ি উত্তর পাড়া কমিউনিটির ৮০ পরিবারকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক পরিচালিত ইকোনমিক সিকিউরিটি, ইকোসেক প্রকল্পের মাধ্যমে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।


১৪ জুন মঙ্গলবার বেলা ১১টার দিকে মহালছড়ি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. শানে আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, ইকোসেক প্রকল্পের ফোকাল পার্সন বাকী বিল্লাহ, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির ইকোসেক কোর্ডিনেটর মো. মাহাফুজুল হক, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য ধীমান খীসা, মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, সিনিয়র সাংবাদিক নুরুল আযম, ইউনিট কর্মকর্তা আব্দুল গনি মজুমদার প্রমুখ।


চেক বিতরণ অনুষ্ঠানে চৌংড়াছড়ি উত্তর পাড়া কমিউনিটির অতি দরিদ্র ৮০ পরিবারকে অর্থনৈতিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে পরিবার প্রতি ৩০ হাজার টাকা হারে চেক হস্তান্তর করা হয়।


উল্লেখ্য, খাগড়াছড়ি জেলার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিডি বিভাগ ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটি যৌথভাবে কাজ করে যাচ্ছে।