প্রকাশঃ ১০ মে, ২০২২ ১১:১৩:৫৪
| আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ১১:৪২:১৩
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে উচ্চ আদালতের নির্দেশে অবৈধ ইটভাটায় অভিযান অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন। সোমবার বিকেলে তৃতীয় দিনের মতো গুইমারা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতের সূত্রে জানা যায়, গুইমারার বাইল্যাছড়ি এলাকার মদিনা ব্রিকসের মালিক মো. জালাল উদ্দিনকে উচ্চ আদালতের নির্দেশ অমান্য ও গত ২০ এপ্রিল পরিবেশ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের অভিযানে ভাটা গুড়িয়ে দেয়ার পর পুনঃরায় চালুর দায়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমদ জানান, উচ্চ আদালতের নির্দেশনা অমান্য এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অমান্য করায় মদিনা ব্রিকসকে ১৪ ও ১৬ ধারায় ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসনের ইট ভাটাটি পুরোপুরি উচ্ছেদ করে দিচ্ছে।