প্রকাশঃ ২১ অগাস্ট, ২০১৮ ১১:১৯:৫৩
| আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ ০৫:৫৩:১১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য “ বান্দরবান জেলা ফুটবল লীগ” সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জেলা ফুটবল এসোশিয়েসনের (ডিএফএ) কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন ডিএফএ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈহ্লা। সোমবার দুপুরে জেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় ডিএফএ সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক মংহ্নৈচিং, যুগ্ন সম্পাদক মো. নাছির উদ্দীন, কোষাধ্যক্ষ হাবিবুর রশিদ, সিনিয়র সদস্য রুপন দত্তসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
ডিএফএ যুগ্ন সম্পাদক মো. নাছির উদ্দীন জানান, সভাপতি ক্যশৈহ্লা আজ সোমবার লীগের বাজেট অনুমোদন করেছেন। এবারের লীগে বাজেট ধরা হয়েছে দশ লাখ টাকা। এর মধ্যে চ্যম্পিয়ন দল এক লাখ, রানারআপ দল সত্তর হাজার, তৃতীয় স্থান অর্জন করা দল পঞ্চাশ হাজার এবং লীগে সুশৃংখল দল পাবে ত্রিশ হাজার টাকা নগদ পুরস্কার।
এছাড়াও এবারের লীগের সৌন্দর্য্য বৃদ্ধিতে বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে, উপজেলা দলসহ লীগে সর্বমোট আটটি দল অংশ নিয়ে রাউন্ড রবীন লীগ পদ্বতিতে খেলবে।
এদিকে ডিএফএ সূত্র জানায়, আগামী ৩১ আগষ্টের মধ্যেই দলগুলোকে লীগের জন্য যথাযথ নিয়ম অনুসরন করে দুই হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে দল তালিকাভুক্ত করতে হবে। বাফুফে প্রণীত নীতিমালা অনুযায়ী হবে সবগুলো ম্যাচ। ঈদের পরই সবগুলো ক্লাবে বাইলজ/ নীতিমালা পাঠিয়ে দেয় হবে। এক্ষেত্রে স্থানীয় খেলোয়াড়রা যাতে খেলতে পারে সেদিকে নজর রাখা হয়েছে। তবে প্রতি দলে দুইজন করে অতিথি খেলোয়াড়ও খেলতে পারবেন।
আগামি সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহের যে কোনদিন লীগের উদ্বোধন করা হবে।