প্রকাশঃ ২৫ এপ্রিল, ২০২২ ০২:২০:৩৫
| আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ১১:৪৫:৩৯
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে তিন শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকালে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোনের আয়োজনে মানিকছড়ি বর্ণমালা আইডিয়াল স্কুল মাঠে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
খাগড়াছড়ি রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় মহালছড়ি জোনের অধিনায়ক লে. কর্ণেল আরাফাত ও খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাহিদ হাসান উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তার পাশাপাশি শিক্ষা, শান্তি ও উন্নয়নে অবদান রাখছে সেনাবাহিনী। যেকোন উৎসব পার্বণে যেন সব জাতিগোষ্ঠী নিরাপদে আনন্দ উদযাপন করতে পারে সে লক্ষ্যে এই প্রয়াস। আগামীতেও এ ধরণের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।