খাগড়াছড়িতে পূর্বশত্রুতার জেরে একজনকে কুপিয়ে হত্যা

প্রকাশঃ ২১ এপ্রিল, ২০২২ ০৪:৫৮:১৬ | আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ১১:৫১:০২
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির পানছড়িতে পূর্বশত্রুতার জেরে সমীর দত্ত ত্রিপুরা (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার দুপুরে পুলিশের নিহতের মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছারুল করিম। এ ঘটনায় ৩ জন আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ জানায়, পানছড়ির লতিবান ইউনিয়নের হেলাধুলা পাড়ায় কমলা চরণ ত্রিপুরার তার এক আত্মীয়ের পারিবারিক শত্রুতা ছিল। এর জেরে গত ৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদে নির্বাচনে মেম্বার পদে কমলা চরণের ছেলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়ে নির্বাচন করে পরাজিত হয় প্রতিপক্ষ। পারিবারিক বিরোধের জেরে গত মঙ্গলবার রাতে আবারও সংঘর্ষে জড়ায় দুই পরিবার। এতে কমলা চরণ ত্রিপুরার ছেলে সমীর দত্ত ত্রিপুরাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের আরও ৩ জন আহত আছে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছারুল করিম জানান, পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র দিয়ে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আহত ৩ জন সদর হাসপাতালে পুলিশের পাহারায় চিকিৎসাধীন রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।