কবি অরুন রায় স: প্রা: বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

প্রকাশঃ ০৯ এপ্রিল, ২০১৮ ০৯:৩২:৫১ | আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ০৯:৩৩:২১

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির দক্ষিণ কালিন্দীপুর এলাকার কবি অরুন রায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও ২০১৭ সালের মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে রোববার (৮এপ্রিল) সকালে সম্পন্ন হয়।

সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ও কবি অরুন রায় সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ত্রিরতন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, কবি অরুন রায় সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য তন্দ্রা চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কবি অরুন রায় সরকারী প্রাথমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক তপন কান্তি বড়–য়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, শিক্ষাই জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত উন্নত। তাই শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা দানের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

পরে বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও ২০১৭ সালের মেধা পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।