প্রকাশঃ ১৭ মার্চ, ২০২২ ১০:৫৭:৩৪
| আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ ০৭:৫০:০৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির দীঘিনালায় গতকাল সেনা অভিযানে আটক ইউপিডিএফ প্রসীত গ্রুপের সংগঠক মিলন চাকমার মৃত্যুর ঘটনায় দীঘিনালায় অঘোষিত সড়ক অবরোধ চলছে। বুধবার দুপুর থেকে দীঘিনালা থেকে দূরপাল্লা ও আভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিক ও শ্রমিকরা।
খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক রুকন উদ্দিন জানান, গতকাল বিকেলে দীঘিনালার বাবুছড়ায় বাসে আগুন দেয়ার পর থেকে শ্রমিকদের মাঝে ভয় কাজ করছে। নিরাপত্তার ভয়ে আপাতত খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙ্গামাটির বাঘাইছড়ি এবং লংগদু উপজেলা থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
একই ভাবে খাগড়াছড়ি সদর থেকে দীঘিনালা এবং উপজেলার আভ্যান্তরীণ সড়কে চলাচল বন্ধ করে দিয়েছে সিএনসি ও মাহেন্দ্র সার্ভিসও। তবে সাজেকগামী পর্যটকবাহী পরিবহন গুলো আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিয়ে পারাপার করা হচ্ছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার আব্দুল আজিজ বলেন, সেনা অভিযানে একাধিক মামলার আসামী ও ইউপিডিএফর সশস্ত্র কর্মী মিলন চাকমাকে গতকাল দীঘিনালার বাবুছড়া থেকে অস্ত্র ও গুলি সহ আটক করে সেনাবাহিনী। অভিযানে আটকের কয়েক ঘন্টা পর হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। আইনগত প্রক্রিয়ায় ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে বিচ্ছিন্ন কিছু ঘটনায় বাসে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ করার খবর পেয়ে বিভিন্ন পয়েন্টে পুলিশের অবস্থান বাড়ানো হয়েছে। দীঘিনালা দিয়ে সাজেকগামী পর্যটকদের পরিবহন গুলো নিরাপত্তা দিয়ে পারাপার করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার দীঘিনালার বাবুছড়ায় অভিযান চালিয়ে দীঘিনালা সেনা জোন একটি অস্ত্র, ৪ রাউন্ড গুলি ও সাংগঠনিক নথিপত্র সহ ইউপিডিএফ প্রসীত গ্রুপের সংগঠক ও সামরিক কমান্ডার মিলন চাকমা আটক করা হয়। অভিযানের কয়েক ঘন্টা পর অসুস্থ হয়ে মারা যায় মিলন।
ইউপিডিএফ প্রসীত গ্রুপের সংগঠক অংগ্য মারমা জানান, বিচার বর্হিভূত হত্যাকা- এটি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে গতকাল মঙ্গলবার দীঘিনালা ও বিভিন্ন উপজেলায় স্থানীয় সংগঠক ও কর্মীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ পালন করেছে। আজও বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হচ্ছে।