খাগড়াছড়িতে বিগত ২০০১-২০০৬ সালের বিভীষিকা ফিরিয়ে আনতে চান ওয়াদুদ ভূঁইয়া

প্রকাশঃ ১৫ মার্চ, ২০২২ ০৭:৪৭:৩০ | আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ ০৮:০০:২৫
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। বিএনপি-জামায়াত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র নৈরাজ্য অপতৎপরতার বিরুদ্ধে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে মহিলা আওয়ামীলীগ খাগড়াছড়ি জেলা শাখা। সোমবার (১৪ মার্চ ২০২২) সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে ফিরে বিক্ষোভ সমাবেশ করে।

মহিলা আওয়ামীলীগের খাগড়াছড়ি জেলা সভাপতি ক্রইসাঞো চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়–য়া, যুগ্ম সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এমএ জব্বার এবং মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সময় খাগড়াছড়িতে আওয়ামীলীগের অসংখ্য নেতাকর্মীকে এলাকাছাড়া করেছিলেন ওয়াদুদ ভূঁইয়া। বিএনপি-জামাতের ক্যাডারদের হামলায় জীবনহানিসহ হাজার হাজার নেতাকর্মীকে হামলা-মামলায় পর্যুদস্ত করা হয়েছে। তিনি (ওয়াদুদ ভূঁইয়া) সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে খাগড়াছড়ি জেলার শান্তি-সম্প্রীতি নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। তাই সময় থাকতে সংশোধন না হলে রাজপথে বিএনপিকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুশিয়ার করেন আওয়ামীলীগের নেতাকর্মীরা।

এসময় জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক শতরূপা চাকমা, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম, নির্বাহী সদস্য এড. নুরুল্লাহ হিরো, আফতাব উদ্দিন চৌধুরী, শামীম চৌধুরী, মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বাঁশরী মারমা, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ^জিত রায় দাশ, জেলা শ্রমিকলীগের আহবায়ক জানু সিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক টিকো চাকমা, যুব মহিলা লীগের সা: সম্পাদক ফারজানা আজম এবং সদর মহিলা আওয়ামীলীগের সভাপতি সুই চিং থুই মারমাসহ জেলা উপজেলার সিনিয়ন ছাত্রলীগ,যুবলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।