প্রকাশঃ ০৯ মার্চ, ২০২২ ১০:৪৪:৫৪
| আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ ০৭:৩৪:৪১
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য" প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় পার্বত্য জেলা খাগড়াছড়িতেও বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি জেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এছাড়াও দুপুরে পরিষদ সম্মেলন কক্ষে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এবং স্ট্রেনদেনিং ইনক্লেুসিভ ডেভেলপমেন্ট ইন সিএইচটি (এসআইডি-সিএইচটি প্রকল্প, ইউএনডিপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্পের সহযোগীতায় আলোচনা সভা অনুষ্টিত হয়। পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভুঞা'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
বিশেষ অতিথি হিসেবে ইউএনডিপি’র এসআইডি-সিইচটি প্রকল্পের প্রতিনিধি উচিং মং চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও পরিষদ সদস্য শাহিনা আক্তার ও জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা এবং নির্বাহী কর্মকর্তা টিটন খীসা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, নারী ক্ষমতায়ন নীতি বাস্তবায়নে স্ট্রেনদেনিং ইনক্লেুসিভ ডেভেলপমেন্ট ইন সিএইচটি (এসআইডি-সিএইচটি প্রকল্প, ইউএনডিপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগীতায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ট্রেসিং দেয়াসহ নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। প্রতিটি নারীই সফলতার স্বপ্ন বুননের কারিগর। নারীরা পৃথিবীর শুরু থেকে পুরুষের পাশাপাশি সৃষ্টি জগতের কল্যাণে কাজ করে যাচ্ছে। তায় প্রতিটি ক্ষেত্রে নারী-পুরুষ বৈষম্য ভুলে একে অপরের পরিপুরক হয়ে কাজ যাওয়ার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহবান জানান বক্তারা।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শুভ মঙ্গল চাকমা, নিলোৎপল খীসা, পরিষদের নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী, খাগড়াছড়ি সদর ইউপি চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা ও গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা প্রমূখ উপস্থিত ছিলেন।