পানছড়িতে দুই ইউপিডিএফ সংগঠককে গ্রেফতারের অভিযোগ

প্রকাশঃ ০৬ মার্চ, ২০২২ ০৮:৪৭:৫১ | আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ ০৮:০০:৪৯

সিএইচটি টুডে ডট কম ডেস্ক। খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ সংগঠক সুসময় চাকমা ও প্রদীপ ময় চাকমাকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) পানছড়ি ইউনিট।

আজ শনিবার (৫ মার্চ ২০২২) বিকাল ৩টার সময় বিক্ষোভ মিছিল পরবর্তী অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ইউপিডিএফের পানছড়ি ইউনিটের সদস্য আপন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সভাপতি ক্যামরন চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদক মিঠুন চাকমা। এতে সঞ্চালনা করেন গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি সুর মঙ্গল চাকমা।

সমাবেশে বক্তারা ইউপিডিএফর দুই সংগঠককে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অভিযোগ করে বলেন, সরকার পরিকল্পিতভাবে জুম্ম জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন দমন করতে ইউপিডিএফ ও জনগণের উপর নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে। প্রতিনিয়ত ইউপিডিএফের নেতা-কর্মি, সমর্থক ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার, নির্যাতন, মিথ্যা মামলায় জেলে প্রেরণসহ নানা নিপীড়ন-হয়রানি করা হচ্ছে।

তারই অংশ হিসেবে আজ ভোররাত ৩টার সময়ে ইউপিডিএফর দুই সংগঠক সুসময় চাকমা (৫৫) ও প্রদীপ ময় চাকমা (৪৫)-কে বিনা ওয়ারেন্টে অন্যায়ভাবে গ্রেফতার ও অমানুষিক নির্যাতন করা হয়েছে। বিমল জ্যোতি চাকমা (৫৫) নামে এক গ্রামবাসীকে মারধর ও তার ঘরে ভাঙচুর চালিয়েছে। এছাড়া বৃষ কান্তি চাকমা নামে অপর এক গ্রামবাসীকেও ক্যাম্পে ধরে নিয়ে গিয়ে হয়রানি করেছে।

তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামসহ দেশের সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে ইউপিডিএফ-ই জোরালো প্রতিবাদ করে থাকে। কিন্তু পাহাড়ে অগণতান্ত্রিক ‌১১ নির্দেশনা জারি রেখে সংবিধান স্বীকৃত মিছিল, মিটিং, সভা-সমাবেশসহ গণতান্ত্রিক অধিকার সংকুচিত করে দেয়া হয়েছে। নিপীড়ন-নির্যাতন ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণেই সরকারইউপিডিএফকে প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে বক্তারা অভিযোগ করেন।