প্রকাশঃ ২২ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:২৫:৩৪
| আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ ০৯:৩৬:৪০
সিএইচটি টুডে ডট কম দীঘিনালা (খাগড়াছড়ি)। বাংলাদেশ স্কাউটস, খাগড়াছড়ি জেলা রোভারের সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পেয়েছেন রামগড় সরকারি ডিগ্রি কলেজের সিনিয়র রোভার মেট তারেক হোসেন ও মানিকছড়ি মং রাজবাড়ি মুক্ত রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট সুর্মী চাকমা।
খাগড়াছড়ি জেলা রোভারের সম্পাদক সাক্ষরিত অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করেছেন। এর পূর্বে দায়িত্বপ্রাপ্ত জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি মো. আতিক উল্লাহ ও গার্ল ইন রোভার প্রতিনিধি জোবাইদা খাতুনের মেয়াদ শেষ হওয়ায় তারেক হোসেন এবং সুর্মী চাকমাকে নিয়োগ প্রদান করা হয়েছে। তারা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
খাগড়াছড়ি জেলা রোভারের সম্পাদক মোঃ দুলাল হোসেন জানান, খাগড়াছড়ি জেলায় রোভারিং কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা কাজ করে যাচ্ছি। সেই লক্ষ্যে আগের দুজন সিনিয়র রোভার মেটের মেয়াদ শেষ হওয়ায় চলতি বছরের জন্য তারেক ও সুর্মীকে দায়িত্ব প্রদান করেছি।'