বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশঃ ১৮ জুলাই, ২০১৮ ০৯:৪২:৫১ | আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৪ ১২:৫১:৪২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত রিজার্ভবাজারে  অভিযান চালিয়ে মদ উৎপাদন করার উপাদান রাখায় জরিমানা করেছে।

জানা গেছে, আজ দুপুরে রিজার্ভ বাজারস্থ উজ্জল স্টোর নামক দোকানে রাঙামাটি জেলা প্রশাসনের  নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব পল্লব হোম দাস এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ২২(ক) ও (খ) ধারায় বিনা লাইসেন্সে দেশীয় মদ উৎপাদনের প্রধান উপকরণ “মুলি” সংরক্ষণ ও মজুদ করে বিক্রি করার অপরাধে রিজার্ভ বাজারস্থ নাপ্পি পট্টি এলাকার উজ্জল স্টোরের মালিক জনাব উজ্জল নাগকে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদন্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। সেই সাথে প্রায় ৫ বস্তা “মুলি” জব্দ করা হয় এবং তাৎক্ষণিক তা ধ্বংস করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে জেলা প্রশাসকের কার্যালয়ের পেশকার মোঃ নজরুল ইসলাম ও জেলা পুলিশের সদস্যগণ উপস্থিত  ছিলেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions