শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনীর গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ও মানবিক সেবা প্রদান

প্রকাশঃ ০১ জুলাই, ২০২০ ০৫:৪৮:১২ | আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ ০৪:৪৪:১৫
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি  (রাঙামাটি)। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় বর্তমান করোনা পরিস্থিতিতে ও বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে।

আজ খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে মারিশ্যা জোন (২৭ বিজিবি)এর সার্বিক তত্বাবধানে বাঘাইছড়ি উপজেলা সদর সংলগ্ন কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে জাতির পিতার জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রায় অর্ধশতাধিক বিভিন্ন বয়সী প্রসুতি ও গাইনি রোগীদের মধ্যে স্বাস্থ্য সেবা ও মানবিক সহয়তা প্রদান করা হয়।

চিকিৎসা সেবা প্রদান করেন মেজর উম্মে হাবিবা আসমার নেতৃত্বে ৫ ফিল্ড এম্বুলেন্স এর একটি চিকিৎসক দল।

এ সময় উক্ত চিকিৎসা ও মানবিক সেবা পরিদর্শন করেন মারিশ্যা ২৭বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্নেল আনোয়ার হোসেন ভুঁইয়া।

করোনা  পরিস্থিতিতে যখন স্বাভাবিক জীবন বিঘিœত এবং দুর্গম এলাকায় স্বাস্থ্য সেবা পৌছানো খুবই কষ্টসাধ্য তখন সেনাবাহিনীর এমন কর্মকান্ডে খুবই খুশি সাধারণ মানুষ। তারা চান ভবিষ্যতে ও সেনাবাহিনী এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions