শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪
করোনা প্রতিরোধে কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে

পার্বত্য বাঙালি নাগরিক পরিষদের ত্রাণ বিতরণ

প্রকাশঃ ০৯ এপ্রিল, ২০২০ ০৪:৪৭:৫৭ | আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৪ ১১:৫৬:১৯
সিএইচটি টুডে ডট কম,রাঙামাটি। করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।  আজ বৃহস্পতিবার সকালে শহরের নার্সারী ও পৌর এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। 

নাগরিক পরিষদের নেতৃবৃন্দ জানান, আজ বৃহস্পতিবার থেকে পৌরসভার বিভিন্ন এলাকায় ৫ দিন ব্যাপী এই ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে,  কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন।

নাগরিক পরিষদের নেতা আবু বক্কর মোল্লা বলেন, পার্বত্য বাঙালি নাগরিক পরিষদ আজ ২শ’জনকে ত্রাণ সহায়তা দিয়ে ৫ দিন ব্যাপী ত্রাণ কার্যক্রম চালু করেন। পর্যাক্রমে ১২শ’ পরিবারের মধ্যে এসব ত্রাণ সামগ্রী পৌছিয়ে দেবে নাগরিক পরিষদ। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে ঐক্যবদ্ধ হয়ে করোনা প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানান তিনি।

ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন,পার্বত্য বাঙালি নাগরিক পরিষদের সহ সভাপতি মো. আবু বক্কর মোল্লা, সাব্বির আহম্মদ, মো.জালাল উদ্দিন জালোয়া, মো. হাবিবুর রহমান হাবিব, শ্রমিক নেতা মো.রাসেল চৌধুরী ও সাবেক ছাত্র নেতা মো.মহিমসহ আরো অনেকে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions