মঙ্গলবার | ১৯ মার্চ, ২০২৪

কলেজ ছাত্রলীগের উদ্যোগে ত্রাণ বিতরণ

প্রকাশঃ ০২ এপ্রিল, ২০২০ ১১:২৮:৩১ | আপডেটঃ ১৭ মার্চ, ২০২৪ ১১:৩২:১৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি সরকারী কলেজ শাখার উদ্দ্যোগে রাাংগামাটি পৌর এলাকার কর্মহীন ও হত দরিদ্র ৬০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
 
বিশ্ব মহামারী নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ আওয়ামীলীগ রাঙামাটি জেলার সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য জননেতা দীপংকর তালুকদার ও সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর এর নির্দেশনায়  রাঙামাটি সরকারী কলেজ শাখা ও জেলা শাখার নেতৃবৃন্দ জনসচেতনতা মূলক কর্মসূচী নিরাপদ দূরত্ব বজায় রেখে ধারাবাহিকভাবে মাঠে কাজ করে যাচ্ছে।

বর্তমান করোনা সংকটে কর্মহীন ও হত দরিদ্রদের স্বল্পদিনের আহার হিসেবে ত্রান বিতরন করে। চাল ৩ কেজি, আলু ২ কেজি, পিয়াস ৫০০গ্রাম, তৈল ৫০০ গ্রাম, ডাল ৫০০গ্রাম, লবন ৫০০ গ্রাম, সাবান ১টি। আজ কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে শহীদ আবদুল আলী একাডেমী ও নদীর পার এলাকার ৬০ পরিবারকে ত্রাণ দেয়া হয়। 


এসময় ছাত্রলীগ নেতা সুলতান মাহমুদ বাপ্পা , নুর আলম,  মিসকাতুর রহমান, ববি দাশ, ২নং ওয়ার্ড শ্রমিক-লীগের সাধারণ সম্পাদক দুলাল মিয়াসহ অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions