শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

কাপ্তাইয়ে ত্রাণ নিয়ে দরিদ্র মানুষের বাড়িতে প্রশাসন

প্রকাশঃ ২৯ মার্চ, ২০২০ ০৮:৩৫:০৯ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ১০:১৭:১০
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে সরকার ব্যবসায় প্রতিষ্ঠান সহ সকল কর্মকান্ড বন্ধ ঘোষণা করেছে। বাড়িতে থাকতে দিয়েছেন নির্দেশনা। এ নির্দেশনা বাস্তবায়নে রাঙামাটির কাপ্তাইতে প্রশাসনকে সহযোগিতা করছে সেনাবাহিনী। আয়ের উৎস বন্ধ হওয়ায় বেশি বিপাকে পড়েছেন এখানকার দরিদ্র ও শ্রমজীবি শ্রেণীয় মানুষরা।

এদিকে করোনার প্রভাবে গরিব-কর্মহীন ও ছিন্নমূল মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, চিনি, লবণ, তেল সহ নিত্যপণ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল। রবিবার (২৯ মার্চ) কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা, কাপ্তাই, রাইখালী, ওয়াগ্গা ও চিৎমরম ইউনিয়নে এ ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি, রাইখালী ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, অর্থ সম্পাদক নূর হোসেন মামুন সহ আরও অনেকে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল বলেন, কাপ্তাই উপজেলায় সাড়ে ১২টন চাউল ও নগদ ১লক্ষ টাকা বিতরণ করেছি। এখানে অসহায় দরিদ্র যারা আছেন আমরা চিহ্নিত করে তাদের খুঁজে বাসায় গিয়ে খাবার পৌঁছে দিচ্ছি। এসময় তাদের ১০কেজি চাউল, ডাল, চিনি, লবণ, তেল সহ নিত্যপণ্য সামগ্রী পৌছে দিচ্ছি। আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। তবে সকলের কাছে অনুরোধ, তারা যেনো বাড়িতে থাকে।

কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, আমার কাছে সরকারিভাবে ত্রাণ যেগুলো আসে এগুলো দিয়ে দরিদ্র ও গরিব ও ছিন্নমূল মানুষদের কভার করা সম্ভব হচ্ছেনা। কারণ মানুষ এখন প্রায় সবাই বেকার। সকল কাজ বন্ধ হওয়ায় মানুষ এখন দূর্ভোগে দিন কাটাচ্ছে। তাই এমুহূর্তে ত্রাণ সংখ্যা যদি বৃদ্ধি পায় এ ক্ষেত্রে সর্বসাধারণের জন্য যথেষ্ট উপকারে আসবে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions