শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

বাড়ীতে গিয়ে ত্রাণ দিলেন রাঙামাটি জেলা প্রশাসক

প্রকাশঃ ২৮ মার্চ, ২০২০ ১২:০৯:২৯ | আপডেটঃ ২৫ মার্চ, ২০২৪ ০৭:১৩:০৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে চাল, ডাল, ভোজ্য তেলসহ খাবার বিতরণ করেছে জেলা প্রশাসন। শনিবার বিকালে শহরের কাঠালতলী এলাকায় বেশকিছু অসহায় মানুষের ঘরে গিয়ে এই বিশেষ ত্রাণ বিতরণ করেছেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। এ সময় অন্য প্রশাসনিক কর্মকর্তা এবং রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য ঘর থেকে বের হতে না পারায় অসহায় মানুষ অনেকে অভাবগ্রস্ত হয়ে পড়ছেন। তাদের খাদ্য সহায়তার জন্য জেলায় ১০০ টন চাল এবং নগদ ১০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।

এসব বরাদ্দ জেলার প্রত্যেক উপজেলায় পাঠানো হয়েছে। এ ছাড়া ডাল, তেলসহ শুকনো খাবারও বিতরণ করা হচ্ছে। জেলায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমরা জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, স্বাস্থ্য বিভাগ একযোগে কাজ করছি। ইতিমধ্যে শহরসহ জেলায় গণজমায়েত ও গণপরিবহণ বন্ধ করে দেয়া হয়েছে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions