বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

বিয়াম ল্যাবরেটরী স্কুলের উর্দ্ধমুখী সম্প্রসারন ভবনের উদ্বোধন

প্রকাশঃ ২৫ ফেব্রুয়ারী, ২০২০ ০৬:০৪:৪১ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০১:৫৯:৩৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। কোমলমতি শিক্ষার্থীরা যাতে আনন্দঘন ও সুস্থ-সুন্দর পরিবেশে পাঠদান করতে পারে সে লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ৪০লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করে দেয় শহরের বিয়াম ল্যাবরেটরী স্কুলের উদ্ধমুখী সম্প্রসারন (৩য়) তলা ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিয়াম স্কুলের উদ্ধমুখী সম্প্রসারন ভবনের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিয়াম ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা (উপমা), রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী প্রকৌশলী (ভা:) উজ্জ্বল কান্তি দেওয়ান, স্কুলের ভাইস্ প্রিন্সিপল পারভেজুল ইসলাম (সুমন)’সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে চেয়ারম্যান স্কুলের শিক্ষার্থীদের পাঠদান ও বিভিন্ন কার্যক্রম এবং নতুন কক্ষগুলো পরিদর্শন করেন।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions