শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

এবার ছাত্রলীগের ৪ নেতার পদ স্থগিত করলো অপর পক্ষ

প্রকাশঃ ২৮ জানুয়ারী, ২০২০ ০৬:২১:১৪ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৯:৪৯:১১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ছাত্রলীগের একাংশ বর্তমান কমিটির সভাপতি ও সম্পাদককে অবাঞ্চিত ঘোষণা করে নতুন ভারপ্রাপ্ত দিয়ে কমিটি ঘোষণার দুই ঘন্টা পর বর্তমান কমিটির সভাপতি আবদুল জব্বার সুজন ও সাধারন সম্পাদক প্রকাশ চাকমা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাঙামাটি জেলা ছাত্রলীগের ৪ নেতার পদ স্থগিত করার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,  বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি পার্বত্য জেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে,

১. সাইফুল আলম রাশেদ (সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি পার্বত্য জেলা শাখা)
২. রুপম দাশ(সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি পার্বত্য জেলা শাখা)
৩. সুলতান মাহমুদ চৌধুরী (যুগ্ন-সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি পার্বত্য জেলা শাখা)
৪. মঈন উদ্দিন শাকিল(যুগ্ন-সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি পার্বত্য জেলা শাখা)-কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র ১৭(খ) ধারা অনুযায়ীবাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি পার্বত্য জেলা শাখায় তাদের দায়িত্বরত উপরোক্ত পদসমূহ স্থগিত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, ভবিষ্যতে তাদের যেকোন অসামাজিক, অনৈতিক এবং সংগঠন পরিপন্থী কর্মকান্ডের দায়ভার বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি পার্বত্য জেলা শাখা বহন করবে না।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions