শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪
রাঙামাটিতে

গণপ্রকৌশল দিবস ও আইডিইবি'র গৌরবোজ্জ্বল ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশঃ ১১ নভেম্বর, ২০১৯ ০৫:৪০:২৯ | আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৪ ১১:৫২:২৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। মুক্তিযুদ্ধের প্রত্যাশিত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে "লার্নিং বাই ডুয়িং হোক শিক্ষার ভিত্তি" এই প্রতিপাদ্যে গণপ্রকৌশল দিবস ১৯ ও আইডিইবির গৌরবোজ্জ্বল ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) রাঙামাটি জেলা শাখার উদ্যেগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। আইডিইবি ভবন থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় রাঙামাটি জেলায় কর্মরত প্রকৌশলীরা অংশগ্রহন করেন।

এর আগে প্রতিষ্ঠানের কার্যালয়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) রাঙামাটি জেলা শাখার সভাপতি নিরঞ্জন নাথ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) রাঙামাটি জেলা শাখার সহ সভাপতি সজল চক্রবর্তী, সাধারণ সম্পাদক শেখ জামাল উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক জাফর খান ও সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা।

সভায় বক্তারা বলেন, গণপ্রকৌশল দিবসের অঙ্গীকার হিসেবে সুখী-সমৃদ্ধ ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। স্বাধীন এই বাংলাদেশ বিনির্মাণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা ছিলো অনেক বেশী। তাই আগামীতেও ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের দক্ষতা, কর্ম অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

পরে গণপ্রকৌশল দিবস ১৯ ও আইডিইবির গৌরবোজ্জ্বল ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে উৎসব উদযাপন করা হয়।
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions