শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

পার্বত্যমন্ত্রী’র মায়ের মৃত্যুতে বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরার গভীর শোক প্রকাশ

প্রকাশঃ ১৩ অক্টোবর, ২০১৯ ১২:০২:৪২ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৯:২৫:৫২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়র বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা (এনডিসি)।

আজ ১৩ অক্টোবর দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তিনি মন্ত্রীর মাতার মৃত্যুতে এ গভীর শোক প্রকাশ করেনে।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, “পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব বীর বাহাদুর উশৈসিং, এমপি’র মাতা মা চ ই এর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারীর পক্ষে তাঁর বিদেহী আত্মার পারলৌকিক সদগতি ও শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

প্রসঙ্গত: গত শনিবার রাত সাড়ে এগারটার দিকে বান্দরবান শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন লাল মোহন বাহাদুর ভিলায় পরলোক গমন করেন। মৃত্যু কালে উনার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি একমাত্র পুত্র বীর বাহাদুরসহ স্বজনদের রেখে যান। বার্ধক্য জনিত কারনে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
#

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions