মঙ্গলবার | ২৩ এপ্রিল, ২০২৪

জুরাছড়িতে জন্ম নিবন্ধন দিবস পালিত

প্রকাশঃ ০৬ অক্টোবর, ২০১৯ ০৬:২৫:৪৬ | আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৪ ০৫:০৫:১০
সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)। ‘‘জন্ম নিবন্ধন শিশুর অধিকার-বাস্তবায়নের দায়িত্ব সবার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জুরাছড়িতে জম্ম নিবন্ধন দিবস উপলেক্ষে সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৬ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা উপস্থিত ছিলেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, জুরাছড়ি ইউপি সচিব অনিল কুমার চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, রির্সোস সেন্টারের ইন্সপেক্টর  মোঃ মরশেদুল আলম প্রমূখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃমাহফুজুর রহমান বলেন, একটি শিশুর জম্মের সাথে সাথে জম্ম নিবন্ধন প্রাপ্তীর অধিকার অর্জন করে। তাই সরকার শিশুর জম্মের  ৪৫ দিনের মধ্যে স্ব স্ব ইউনিয়ন পরিষদে ফ্রিতে জম্ম নিবন্ধন করে দিচ্ছে। ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করা সম্ভব হলে বিরম্বনায় পরতে হতে পারে।

শিশুর অধিকার ও ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে নাগরিক অধিকার রক্ষায় জম্ম নিবন্ধনের গুরুত্ব অপরিসীম। দৈনন্দিন জীবনে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, ভোটার তালিকা অন্তর্ভূক্তি, জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি, পাসপোর্ট ইস্যু বিবাহ নিবন্ধন, জমি রেজিস্ট্রেশন, ব্যাংক হিসেব খোলাসহ ১৮টি সেবা গ্রহণে জম্ম নিবন্ধন সনদের বাধ্যবাধকতা আছে।


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions